ঢাকা | বঙ্গাব্দ

বাতিল হচ্ছে আগের সরকারের ৯০% রাজনৈতিক মামলা

আগামী সপ্তাহেই চূড়ান্ত হতে যাচ্ছে নতুন সাইবার সুরক্ষা আইন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ মে, ২০২৫
বাতিল হচ্ছে আগের সরকারের ৯০% রাজনৈতিক মামলা ছবি : সংগৃহীত।

আগামী সপ্তাহেই চূড়ান্ত হতে যাচ্ছে নতুন সাইবার সুরক্ষা আইন। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, “আগের সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। এতে করে আগের সরকারের সময় দায়ের করা মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রায় ৯০ শতাংশ মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।”


আইন উপদেষ্টা জানান, “জাতির পিতা ও জাতীয় পতাকা অবমাননা সংক্রান্ত মামলাসহ যেসব ধারা অপব্যবহার করে হয়রানি করা হতো, সেগুলো বাতিল করা হয়েছে। নতুন আইনে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং ধর্মীয় উসকানিমূলক অপরাধ দ্রুত আমলে নেওয়ার ধারা যুক্ত করা হয়েছে।”


এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও দুটি আইনের অনুমোদন দেওয়া হয়:


সীমানা পুনঃনির্ধারণ আইন,


সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) সংশোধন।


আসিফ নজরুল বলেন, “সিপিসির পরিবর্তনের ফলে দীর্ঘসূত্রতায় ভোগা সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে।”


নারী সংস্কার কমিশন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “এই কমিশন কেবল সুপারিশ দিয়েছে। তা নিয়ে কেউ ভিন্নমত পোষণ করতেই পারেন, তবে তা হতে হবে শালীন। বিদ্বেষমূলক বা অশালীন বক্তব্য কাম্য নয়।”


এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে।


ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ।


thebgbd.com/NA